কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার , কুড়িপাড়া গ্রামে অবস্থিত একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি আধা-সরকারি বিদ্যালয় যা শীতলক্ষ্যা নদীর নিকটবর্তী অবস্থানে অবস্থিত, প্রকৃতির সান্নিধ্যে নির্মিত এই বিদ্যালয়টি শিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে পরিচিত।
বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এখানে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ পাঠদান করেন, যারা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান করে থাকেন। বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত চমৎকার —
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় কেবলমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি শিক্ষার আলো ছড়ানোর একটি মহৎ কেন্দ্র।
১৯৬৮ সাল থেকে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়
কুড়িপাড়া ডাকঘর- ১ নং ডিসি মিলস উপজেলা- বন্দর জেলা- নারায়ণগঞ্জ
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের একমাত্র মাধ্যমিক শিক্ষা পাঠদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শীতলক্ষা নদীর তীরঘেষে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি পশ্চিম পাশের এশিয়ার বিখ্যাত আদমজী পাটকলের অবস্থান ছিল। বর্তমানে এখানে রয়েছে আদমজী ইপিজেড। বিদ্যালয়টি ১-১-১৯৮২ সালে এমপিওভুক্তির মাধ্যমে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নীতিমালার আলোকে পরিচালিত হয়ে আসছে।
কুড়িপাড়া গ্রামে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি জনাব আলহাজ এম এ রফিক ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
বিদ্যালয়টি তিনটি দ্বিতল এবং দুটি একতালা পাকা ভবন নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত করে আসছে। বিদ্যালয়টিতে সরকার প্রদত্ত একটি কম্পিউটার ল্যাব রয়েছে।
বিদ্যালয়টি সহশিক্ষা হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখায় পাঠদান করা হয়। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মূল শ্রেণির বিপরীতে অতিরিক্ত আরো পাঁচটি শাখাসহ প্রতিদিন দশটি শ্রেণি পাঠদান করা হয়।
শিক্ষক: ১৮জন
কর্মচারী: ০৮জন
বিদ্যালয়টি ১৬৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি লাভ করে।
মদনপুর থেকে মদনগঞ্জ সড়ক পথে গকুলদাসের বাগ চৌরাস্তা হয়ে অথবা ভাংতি অথবা কুড়িপাড়া বটতলা হয়ে যেকোন যানবাহনে বিদ্যালয়ে আসা যায়।
ক্রম | শ্রেণি | ছেলে | মেয়ে | মোট | মন্তব্য |
---|---|---|---|---|---|
1. | ষষ্ঠ | 95 | 100 | 195 | |
2. | সপ্তম | 100 | 102 | 202 | |
3. | অষ্টম | 85 | 100 | 185 | |
4. | নবম বিজ্ঞান | 10 | 10 | 20 | |
নবম ব্যবসা শিক্ষা | 35 | 30 | 60 | ||
নবম মানবিক | 35 | 45 | 80 | ||
5 | দশম বিজ্ঞান | 12 | 8 | 20 | |
দশম ব্যবসা শিক্ষা | 45 | 35 | 70 | ||
দশম মানবিক | 50 | 35 | 85 | ||
সর্বমোট শিক্ষার্থী | 467 | 463 | 930 |
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | অকৃতকার্য | জিপিএ-৫ | পাশের হার |
---|---|---|---|---|---|
এস.এস.সি-২০২৫ | 119 | 88 | 31 | 02 | 73.95% |
এস.এস.সি-২০২৪ | 139 | 139 | 0 | 15 | 100% |
এস.এস.সি-২০২৩ | 145 | 134 | 11 | 05 | 92.41% |
0
0
0
0
প্রধান শিক্ষক
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বর্তমানে মোট ১৮ জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক কর্মরত রয়েছেন। প্রত্যেক শিক্ষকই তাঁর নিজ নিজ বিষয়ে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার অধিকারী। তাঁরা শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নবান এবং পেশাদারভাবে শ্রেণি পরিচালনা করে থাকেন।
আমাদের সম্মানিত প্রধান শিক্ষক হলেন কামাল হোসেন স্যার, যিনি অত্যন্ত দায়িত্বশীল ও নেতৃত্বদানের গুণে সমৃদ্ধ। এছাড়াও, তিনি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কাজে বিশেষ ভূমিকা পালন করছেন।
সকল শিক্ষকই আন্তরিকতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁদের অবদানেই কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সিনিয়র শিক্ষক (শরীরচর্চা)
সিনিয়র শিক্ষক (কৃষি শিক্ষা)
সিনিয়র শিক্ষক (বাংলা)
সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
Loading ....
Loading ...